শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ভিসি পদত্যাগের এক দফায় রূপ নিল কুয়েটের আন্দোলন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:২৯ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি আজ মঙ্গলবার দুপুর থেকে এক দফায় রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের সেই এক দফা দাবি হল বর্তমান ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে  ভিসি’র পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ।

এদিকে ‍কুয়েটের ৬টি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলের ভেতরেই অবস্থান নিয়ে রয়েছেন। রাতে তারা হলেই অবস্থান করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করে  বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন, ভিসি পানির লাইন-ইন্টারনেট অফ করে দিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়েছে, ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছেন, ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে। সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা দাবি ঘোষণা করছি।

এই ভিসিকে অপসারণ করা এখন আমাদের একমাত্র দাবি, একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি।

এর আগে, ঈদের পর  ১৩ এপ্রিল বন্ধ বিশ্ববিদ্যালয়ে প্রবর্তনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী ওই দিন বিকালে দেড় শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এবং শিক্ষার্থীরা রাত আটটার মধ্যে বন্ধ থাকা আবাসিক  হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন দেয়।

কুয়েট কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া না দেওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাত্রি যাপন করে। পরের দিন ১৪ ফেব্রুয়ারি বাংলা নববর্ষের দিনও প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা দিনভর অবস্থান নেয়। এদিন রাত ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করে। 

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি সংগঠিত অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। একই সাথে  ৪ মে থেকে  বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম শুরু এবং ২ মে সকল আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত