শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির ছাত্রী হলে দুপুরের খাবার বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ PM আপডেট: ১৬.০৪.২০২৫ ৭:৪৫ PM
নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নববর্ষ উপলক্ষে খালেদা জিয়া হলে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির বিশেষ খাবারের আয়োজন করা হয়। এর পাশাপাশি সকাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও পরিকল্পনা ছিল। তবে প্রত্যাশিত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় হতাশ হয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন দুপুরের খাবারের আয়োজন বাতিল করেন এবং রাত ৯টায় সকল শিক্ষার্থীদের সঙ্গে এক জরুরি সভার ডাক দেন।

শিক্ষার্থীরা জানান, তারা প্রভোস্টের পূর্ব ঘোষণা অনুযায়ী খাবারের জন্য নাম লিপিবদ্ধ করে টোকেন সংগ্রহ করেছিলেন। তবে অনেকের ক্লাস ও পরীক্ষা থাকায় শোভাযাত্রায় অংশ নিতে পারেননি। পরবর্তীতে হলে ফিরে এসে জানতে পারেন খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।


প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আমরা সবসময় জাতীয় অনুষ্ঠানগুলোতে জাঁকজমকভাবে আয়োজন করি। আমার হলে ৪০০ ছাত্রী থাকলেও শোভাযাত্রায় মাত্র ৮-১০ জন আসায় হতাশ হয়ে সিদ্ধান্ত নিই আয়োজন বাতিলের।

আবাসিক শিক্ষার্থী রুমানা রুমা বলেন, প্রভোস্ট স্যার আমাদের আগে বলেছিলেন দুপুরে বিশেষ খাবারের আয়োজন থাকবে। আমরা লিস্ট দিয়ে টোকেন নিয়েছি। কিন্তু পরে তিনি রাগ করে বলেন খাবার দেওয়া হবে না এবং ডাইনিং আপাতত বন্ধ থাকবে।

হলের ডাইনিংয়ের এক কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে প্রভোস্ট স্যার রান্না বন্ধ করার নির্দেশ দেন। অথচ রাত ২টা পর্যন্ত আমরা রান্নার প্রস্তুতি নিয়েছি। প্রায় সব প্রস্তুতি শেষ, কেবল মাছ ভাজা বাকি ছিল। এমন সময় রান্না বন্ধের নির্দেশ আসে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত