শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জনসমুদ্রে পরিণত
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ PM আপডেট: ১৬.০৪.২০২৫ ৬:১৫ PM
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে একত্রিত হয়ে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছে ভোলার বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলার আয়োজনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এ সময় মিছিলে মিছিলে কার্যত জনসমুদ্রে পরিণত হয় ভোলা জেলা শহর। সেখানেই প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা।

পরে দুপুর পৌনে ১টার দিকে মিছিল বের হয়, এ সময় নানান প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় জেলা শহর। মিছিলটি ইলিশ ফোঁয়ারা হয়ে নতুন বাজার ও বাংলাস্কুল মোড় ঘুরে একই স্থানে এসে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে হয় মার্চ ফর প্যালেস্টাইন।

এর আগে, সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা মানবসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর। সারা বিশ্ব আজ দেখছে ইসরায়েল একটি অভিশপ্ত জাতি।

তারা আরও বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে ভোলাসহ দেশের সব স্থানে ইসরায়েলের সব পণ্য বর্জনের মধ্যদিয়ে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার আহ্বান জানান বক্তারা। এ ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ ও বিশ্বের মুসলিম ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম। জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন। ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম। জামায়াতে ইসলামির সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল উদ্দিন ও জামায়াতে ইসলামীর ভোলা সদর আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, হেফাজতে ইসলামীর সদর উপজেলার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।

সমাবেশে আরও বক্তব্য দেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী। আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. বনি আমিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম, গণঅধিকার পরিষদের নেতা মো. শহিদুজ্জামানসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা প্রতিনিধি প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত