শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
উদ্ধারে গিয়ে দুর্বৃত্তের হামলায় চার পুলিশ সদস্য আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬:০৮ PM
বগুড়ায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা ওই মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। গতকাল  মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শহরে কালিতলা এলাকায় ওই দুর্ঘটনায় এক নারীসহ দুজন আহত হন।

আহত পুলিশ কর্মকর্তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারপিট ও মোটরসাইকেল নিয়ে যাওয়ায় ১০ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার এ তথ্য দিয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান, এটিএসআই আহমেদ আলী, কনস্টেবল মিলন সরকার ও আনোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় কালী মন্দিরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুজন আহত হন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। মাইটিভির সাংবাদিক পরিচয়ে আকাশ নামে একজনের বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন। এমন খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শহরের চেলোপাড়া সান্দারপট্টির কয়েকজন পুলিশকে বাধা দেয়। তারা হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা ও তাদের কিলঘুষি এবং লাঠি দিয়ে মারপিট করে। এরপর হামলাকারীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত ফোর্স গিয়ে হামলার শিকার চার পুলিশ সদস্যকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার বলেন, ‘হামলায় আহতদের মধ্যে দুই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় এসআই আবদুর রহমান সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান শুরু হলেও বিকাল পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত