শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে ডিপিডিসির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬:১৩ PM
ডিপিডিসি’র সম্মেলন কক্ষে গতকাল ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী ও মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর সাবধানতা অবলম্বনসহ  ভবিষত্যে দুর্ঘটনা প্রতিরোধে দিক নির্দেশনা প্রদান করা হয়। 

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ডিপিডিসি’র এনওসিএস মগবাজার দপ্তরের আওতাধীন আউট সোর্সিং প্রতিষ্ঠানের মেইন্টেনেন্সম্যান কামরান হোসেন এক বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। উক্ত দুর্ঘটনার জন্য ডিপিডিসি’র ২ জন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাছাড়া, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তামিম ইন্টারন্যাশনাল-এর সুপারভাইজর মাসুম বিল্লাহকে প্রত্যাহারসহ নিয়োজন বাতিল করা হয়। উল্লেখ্য এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

সভায় চেয়ারম্যান আরও বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক ও অনাকাক্সিক্ষত। আমরা বিদ্যুৎ খাতে দুর্ঘটনাজনিত আর কোন মৃত্যু দেখতে চাই না। বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়ে আমরা জিরো টলারেন্স মনোভাব গ্রহণ করেছি। কারও অবহেলা ও গাফিলতির কারণে কোনো দুর্ঘটনা সংঘটিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত