ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় ছাত্রসংসদের ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা হয়ে শফিউদ্দিন একাডেমি ঘুরে এশিয়া পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র সংসদের জিএস সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান।
তিনি বলেন, অতিসত্বর এই ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে এবং বিশ্বের সকল মুসলমানদেরকে একত্রিত হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক ভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসহাক আলী এবং ছাত্র সংসদের ভিপি ইকবাল কবির। বিক্ষোভ মিছিলে মিল্লাতের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।