রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
নেছারাবাদে ডাকাত ভূমিদস্যু মামলাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:২০ PM
নেছারাবাদে ডাকাত, ভূমিদস্যু, মামলাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার সকালে উপজেলার আটঘর বাজারের ঝালকাঠী-স্বরূপকাঠী সড়কে দাড়িয়ে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্থরের জনগনের ব্যানারা ওই মানববন্ধনে ইউনিয়নের ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি’র আহবায়ক রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহিদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. মিরাজুল ইসলাম বেপারী ও ওই ইউনিয়নের ভুক্তভোগী-আঃ সালাম প্রমুখ।

এ সময় বক্তারা আওয়ামী লীগের দোষর কুখ্যাত ডাকাত, ভূমিদস্যু, মামলাবাজ, আ.রহিম, ফিরোজ, আলমগীদের নাম উল্লেখ করে ও তাদের সহযোগীদের অত্যাচারে এলাকার জনগণ অতিষ্ট এজন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বক্তারা আরও বলেন নেছারাবাদের একমাত্র পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানা ইউনিয়নে কোন ডাকাত, ভূমিদস্যু, মামলাবাজ থাকতে পারে না। দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত