শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:১৯ PM আপডেট: ১৬.০৪.২০২৫ ৮:২৭ PM
নীলফামারীর সিংদই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার মো. ফজলুল করিমের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। বুধবার (১৬ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তৃতা দেন ইটাখোলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম আলী, স্থানীয় আবু বক্কর সিদ্দিক, দাতা সদস্য মশিউর রহমান শাহ ফকির, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব, শিক্ষার্থী জেরিন আক্তার, ইভা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসা সুপার মো. ফজলুল করিম দীর্ঘদিন যাবত মাদ্রাসায় বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলন, মাদ্রাসার জমির ফসলের অর্থ আত্মসাৎসহ ভর্তুকির টাকা আত্মসাতের অভিযোগ করেন।

বক্তারা বলেন, সুপার ফজলুল করিম পুনরায় রুহুল আমিন শাহ ফকিরকে এডহক কমিটির সভাপতি হিসেবে সুপারিশ করেছেন, যিনি আগেও নানা দুর্নীতিতে জড়িত ছিলেন। এতে করে ভবিষ্যতেও দুর্নীতির ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হয় মানববন্ধনে। অবিলম্বে সুপার ফজলুল করিমকে অপসারণ ও একটি স্বচ্ছ এবং আইনানুগ এডহক কমিটি গঠনের দাবি জানান তারা। এর আগে মানববন্ধনকারীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত