শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
চলন্ত বাসে ১৪ বছরের কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৫৪ AM
চট্টগ্রামে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলো– বাসের চালক সাতকানিয়া থানার উত্তর পুরানগড় গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক এবং হেলপার লোহাগাড়া থানার মাদবরপাড়া গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে মো. হানিফ। 
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাসে ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিল। অন্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিলেও ওই কিশোরীকে আটকে রাখে চালক, হেলপার ও সুপারভাইজার।

গাড়িটি নিয়ে নগরের বিভিন্ন এলাকায় চলন্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত  কিশোরীকে ধর্ষণ করা হয়। সকালে তাকে নগরের কানাই রাস্তার মাথা এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কান্নারত অবস্থায় দেখে ঘটনা জানতে চান। ঘটনা শুনে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, কিশোরীকে হাসপাতালে ভর্তির পর অভিযানে নেমে পুলিশ গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তারে সক্ষম হয়। এ ঘটনায় পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীটির মাকে খবর দেওয়া হয়েছে। তিনি থানায় এলেই মামলা দায়ের করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত