শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
‘১৩ লাখ ভারতীয় সেনাদেরই তো আমরা ডরাই না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭:১৮ PM
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইসলামাবাদে গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এই দাবি করেন তিনি। এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির। ১৩ লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র–সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয়–তাঁরা একটি দারুণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটিই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি।’

ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন জেনারেল মুনির। ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গও এসেছে তাঁর বক্তৃতায়। এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ।

তিনি বলেছেন, ‘কাশ্মীর হলো ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না।’

অন্যদিকে, বেলুচ বিদ্রোহীদের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে আসিমের মন্তব্য, ‘বেলুচিস্তান পাকিস্তানের গর্ব! তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে? ১০ প্রজন্মেও কেড়ে নিতে পারবে না।’

টিটিপি বিদ্রোহীদেরও পাকিস্তানি সেনারা দ্রুত পর্যুদস্ত করবে দাবি করে জেনারেল মুনিরের প্রশ্ন, ‘আপনাদের কি মনে হয় সন্ত্রাসবাদীরা পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে? ভারতের সেনার সংখ্যা ১৩ লাখের বেশি। তবুও আমরা তাদের পরোয়া করি না। এই সন্ত্রাসবাদীরা আমাদের সঙ্গে পেরে উঠবে কীভাবে?’

এসব মন্তব্যের প্রতিক্রিয়াও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দেশের বাইরের কোনো এলাকা কীভাবে গলার শিরা হতে পারে? এটা তো ভারতের এলাকা। অবৈধভাবে তারা যেসব এলাকা নিয়েছে, সেগুলোর সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।’




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত