শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:১৮ PM
সিরাজগঞ্জে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মেনহাজ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে শিশুটির দাদি আছিয়া খাতুন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। আসামি মেনহাজ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাজিবপুর গ্রামের মো. আয়নালের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গত ১২ এপ্রিল ওই শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। কিন্তু তাৎক্ষণিক থানায় এসে মামলা না দিয়ে বিষয়টি নিয়ে বিচার-সালিশের নামে কালক্ষেপণ করা হয়। গত বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এরইমধ্যে আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটিকে রাজীবপুর গ্রামে দাদা-দাদির কাছে রেখে বাবা-মা ঢাকায় একটি বেসকারি কোম্পানির চাকরি করেন। গত ১২ এপ্রিল দুপুরের শিশুটি বাড়ির পাশের একটি গাছের বাগানে খেলছিল। ওইসময় মেনহাজ সেখানে ছাগল চড়াতে যায়। একপর্যায়ে শিশুটিকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে আসামি পালিয়ে যায়। কাঁদতে কাঁদতে বাড়ি এসে দাদিকে ঘটনাটি জানায় নির্যাতিত শিশুটি। এ নিয়ে কয়েকদিন ধরে গ্রাম্য শালিসের অপেক্ষা করে মামলা দায়ের করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত