শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
স্কুলের পেছন থেকে মিলল অজ্ঞাত নারীর পোড়া লাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৭ PM
খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার কাঁঠালতলা স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধপোড়ানো রয়েছে বলে পুলিশ জানায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘কাঁঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত নারীর লাশ অর্ধপোড়ানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহের চেষ্টা করছে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ২০ থেকে ৩০ বছর বয়সী ঐ নারীর মুখের একটু জায়গা বাদে শরীরের অধিকাংশ জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশটি শনাক্তের জন্য স্থানীয়দের দেখানো হয়েছে। কিন্তু মুখসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়িয়ে দেওয়ায় কেউ ঐ নারীর লাশ শনাক্ত করতে পারেনি। তার মুখের আকার বোঝা যাচ্ছে না। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত