শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।  

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক বাবলু ও যাত্রী মানিক। তারা পাবনার কাশিনাথপুর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোর রাতে উপজেলার নয়নগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল এ সময় ট্রাকটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রো বাসের চালক ও এক যাত্রী প্রাণ হারান। এ ছাড়া আহত হন আরো দুইজন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত