শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ঘাটাইলে ডোবায় পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৫১ PM
টাঙ্গাইলের ঘাটাইলে ডোবার পানিতে ডুবে শাকিল (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের শোলাকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শোলাকিপাড়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।

জানা গেছে, শাকিল আগে থেকেই  মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার দুপুরে হঠাৎ সবার অগোচরে সে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। এ সময় এলাকার দুই কিশোর শাকিলকে দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। ততক্ষনে ডোবার পানিতে শাকিল ডুবে যায়। পরে নিহতের পরিবারের লোকজন তাকে মৃত  উদ্ধার করে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম ডোবায় পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত