ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ।
গতকাল শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে উপজেলা ছাত্রদল সভাপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন। পরে রাতেই জেলা আমীর মাওলানা হাফিজুর রহমানের মাধ্যমে সহযোগী সদস্য ফর্ম পূরন করে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসুলের (সা) জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।’
তিনি আরও লেখেন, ‘কোন নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। আমি আরো অধ্যয়ন করেছি,আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহণ করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি।’
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।’
সাবেক এই ছাত্রদল নেতা আরও বলেন, ‘জামায়াতের শৃঙ্খলা, জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসা, আদেশ ও আনুগত্যের ভারসাম্য, দেশের সমস্ত জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।’