রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ক্ষেত থেকে মিলল পিকআপ চালকের গলাকাটা লাশ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৩২ PM
তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামের এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন তাড়াশ থানা পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী রাস্তার সাথে বোরধানের ক্ষেত  থেকে পুলিশ ওই গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন।

রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা ও আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক বলে পরিবার সুত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকাল থেকে রাশিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী রাস্তার সাথে বোরধানের ক্ষেতের পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পরে লোকজন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তে জন্য সিরাজগঞ্জে  শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান আরো জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত  শুরু করেছেন। বিস্তারিত কোনো তথ্য পেলে আপনাদেরকে জানানো হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত