ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মৃত ছমির খানের পুত্র।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মচিমহায় প্রেরণ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।
নিহত আবেদ আলী খানের স্ত্রী খোদেজা আক্তার জানান, তার স্বামী ওর ভাই ছাবেদ আলী ছাবুর নিকট থেকে সাড়ে ২২শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়। আমরা দু’জন নিজ ঘরে আটকে ছিলাম। আমার স্বামী প্রথমে পাশের বাড়িতে পরে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেয়ার চেষ্টা করে। কিন্তু ওরা হামলা করে তাকে হত্যা করেছে।
গৌরীপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে বড় ধরণের আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু বামহাতে একটি কাটা ও ঘাড়ে আচড়ের দাগ রয়েছে।
গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জরুরী নাম্বারে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে দু’পক্ষ ছাড়াও গ্রামবাসীর সাথে কথা হয়। হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িতেও আমরা গিয়েছি। তখন ছাবেদ আলী ভয়ে পালিয়ে গেছে শুনেছি।