রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাজধানীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:২৫ PM
পুরাতন ঢাকার ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।

গত রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মো. মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলায় ভাড়া থাকেন মুঈদ ও আইরিন দম্পতি। গতকাল রাতে ওই বাসার মালিক মুঈদকে অনেকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না। তিনি তার কাছে কয়েক মাসের বাসা ভাড়া পান। পরে সরাসরি বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও তারা দরজা না খোলায় পরে তারা থানায় এসে আমাদের জানায়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে খাটের ওপরে স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ২০১০ সালে তারা ভালোবেসে দুজনে বিয়ে করে। এরপর পরিবার তাদের দুজনকে মেনে নেয়নি এবং পরিবারের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। মুঈদ ক্যান্সারে আক্রান্ত ছিল। তিনি আগে একটি খেলনা বেচাকেনার ব্যাবসা করত। পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি আর ব্যাবসা-বাণিজ্য করতে পারতেন না। মুঈদের মরদেহ আংশিক পচে গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তার মৃত্যু কয়েকদিন আগেই হয়েছে। মুঈদের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত