সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা জারি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:১১ PM
আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা করেছে প্রশাসন।

সম্প্রতি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভায় তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে এই মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বৈঠকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারো কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধি ও মাছের উৎপাদন বাড়াতে এই তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 

বৈঠকে আরো জানানো হয়, নিবন্ধিত জেলেরা এই সময় ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা (চাল) পাবেন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও বৈঠকে জানানো হয়েছে। এই সময় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী আব্দুল শুক্কুর, মাহফুজ আলমসহ খাতসংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত