সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:২৬ PM
নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইজিবাইকটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজার থেকে চুরি হয়েছিল। 

গতকার শনিবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার নাকশী মাদ্রাসা বাজার থেকে চোরাই ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার (২০ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ (২৭) এবং পিরোজপুর জেলার নাজিপুর থানার রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মোহম্মদ রোহান শেখ (২৯)।

পুলিশ সূত্রে জানায়, গত শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। মামলার পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার নাকশী মাদ্রাসা বাজারে অভিযান চালিয়ে সুজন উদ্দিন শেখ ও মোহম্মদ রোহান শেখকে গ্রেফতার করে। এ সময় আসামিদের নিকট থেকে সবুজ রঙ্গের একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘এ সংক্রান্তে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত