সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
‘আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ’
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার  বলেছেন আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি৷ তাদের সার্বিক নিয়ম সৃঙ্খলা এবং ছেলে মেয়েদের বিধিবিধান মেনে চলায় সকল কার্যক্রমে আমি আবেগ আপ্লুত ৷ তিনি বলেন, মডেল স্কুল, ঠিক মডেল স্কুলই৷ 

আজ রবিবার সকাল ৯টায় মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন৷ 

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাগুরা জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ এগুলো আমাদের তালিকা ভুক্ত৷ পর্যায় ক্রমে সকল স্কুলের উন্নয়ন মূলক কাজ হবে৷ এ সময় উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো.আতিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন,সহকারি কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার, ওসি মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ ৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত