সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
৫ আগস্ট থানা লুটের ৩২৬ রাউন্ড গুলি মিলল পুকুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৫৯ PM
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। 

গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জানান, পাইকপাড়া এলাকায় একটি পুকুরে লুট হওয়া গুলি আছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এরপরই অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দা আলফাজ উদ্দিনের বাড়ির পাশের পুকুর থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। গত ৫ আগস্ট টংগিবাড়ী অথবা সদর থানা থেকে এসব গুলি লুট হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত