পটুয়াখালীর দুমকিতে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির নামে একজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচাতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানাবাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে আকবর খানের বসতঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে বাবুলকে পিটিয়ে জখম করে মনির। তাণ্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে রাতভর ধর্ষণের পর হত্যা করে সে। অপরদিকে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেন রাশিদা বেগম।
নিহতের ছেলের স্ত্রী রাশিদা বেগম বলেন, ওদের (মনির) সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। গতকালও সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে।
অপর স্বজনদের দাবি, মৃত আকবর খানের স্ত্রী পিয়ারা বেগমকে গভীর রাতে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এ সময় অভিযুক্তদের ফাঁসির দাবি করেন তারা। এছাড়াও অভিযুক্ত মনির ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।
দুমকি থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।