রংপুরের পীরগাছায় একটি চাল বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন মিয়া(৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কুকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রলি চালক নয়ন মিয়া (৩৫) পীরগাছা চারমাথা থেকে ট্রলিতে চাল নিয়ে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রলিটির এক্সেল ভেঙ্গে ঘটনাস্থলেই চালক নয়ন মিয়ার মৃত্যু হয়।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।