সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রামপুরায় বাসায় ঢুকে স্বামী-স্ত্রী-সন্তানদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৩৩ PM
পূর্ব রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের পেছনের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সাত-আট জন ডাকাত বাসাটিতে গ্রিলে কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রী এবং দুই সন্তানের হাত-পা বেঁধে নগদ ৪ লাখ ৪৫ হাজার টাকাসহ প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, বাসাটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের। রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে ওই বাসায় প্রবেশ করেন ডাকাতরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, কামাল আহমেদের বাসা ভবনটির তৃতীয় তলায়। ভবনটিতে লাগোয়া একটি নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবন থেকে বাসার দুটি গ্রিল কেটে সাত থেকে আটজন ডাকাত ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে। ভুক্তভোগী আমাদের জানান, ডাকাতরা ভেতরে প্রবেশ করে তাকেসহ তার স্ত্রী এবং দুই সন্তানের হাত-পা বেঁধে ফেলে।
তিনি আরও বলেন, এ সময় ডাকাতদের হাতে চাপাতি ছিল। চাপাতি দিয়ে কোপানোর ভয়ভীতি দেখায় ডাকাতরা। রাত পৌনে ৩টার দিকে ডাকাতরা বাসায় প্রবেশ করে এবং প্রায় দেড় ঘণ্টা তারা ডাকাতি করে।

রামপুরা থানার পরিদর্শক মশিউল বলেন, ভুক্তভোগী আমাদের জানান, ডাকাতরা তাদের বাসার ভেতরে জিম্মি করে ৪ লাখ ৮৫ হাজার নগদ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত