সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কিশোরগঞ্জে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৫১ PM
পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন কৃষক। আজ সোমবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহের উদ্দিন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে নিজ জমিতে সবজিখেতে কাজ করছিলেন তাহের উদ্দিন। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে তিনি এবং পাশের জমিতে কাজ করা আরও দুই কৃষক একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তাহের উদ্দিন। আহত হন আল আমিন (৪০) ও হেলাল উদ্দিন (৪৫) নামের দুই কৃষক।

আহত ব্যক্তিদের মধ্যে হেলাল উদ্দিনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল আমিনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে একজন নিহত এবং দুজন আহত হওয়ার ঘটনা তারা জেনেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত