সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিনা নোটিশে উচ্ছেদের আল্টিমেটাম, চট্টগ্রামে বিপাকে ১২ ব্যবসায়ী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:২৭ PM
দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে নগরের চট্টশ্বরী রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের মালিকানাধীন আলমাস সিনেমা ও দিনার সিনেমা হলে ব্যবসা পরিচালনা করে আসছেন সাত মুক্তিযোদ্ধাসহ মোট বারো জন ব্যবসায়ী। 

গত একসপ্তাহে আগে নোটিশ ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে দোকান ছেড়ে দিতে বলা হয়। এতে হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তে কথা শুনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে দোকান ও বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা কোনো ক্ষতিপূরণ চায়না। দোকান অবশ্যই ছেড়ে দিবো। তবে তাদেরকে সময় দিতে হবে। হঠাৎ করে তারা কোথায় যাবেন। ব্যবসার এতোগুলো জিনিষপত্র ও মালামাল নিয়ে হঠাৎ কোথায় যাবো। নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ চরম অন্যায়, যা কোনভাবে কাম্য নয়। এভাবে জোর করে উচ্ছেদ করা হলে বিরাট ক্ষতির মুখে পড়ছেন তারা।

ভুক্তভোগী ব্যবসায়ী নুর হোসাইন বলেন, ‘আমি দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যবসা করছি। নিয়মিত দোকানের ভাড়া পরিশোধ করে আসছি। আমি ছাড়াও বারোজন ব্যবসায়ী সবাই কারো এক টাকাও বকেয়া নেই। নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ মারাত্মক অন্যায়। আমাদের সময় দেওয়া হোক, চলে যাব। 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের চট্টগ্রাম জোনের ম্যানেজার আজিজুল ইসলাম ও পরিচালক ফয়জুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত