সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমান দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:১৯ PM
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস)/ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে মাগুরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ), মাগুরা জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা কোর্সগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে এলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিডিএসএনইউ মাগুরা জেলা শাখার সভাপতি আয়েশা খাতুন ইকফা। বক্তব্য দেন সহ সভাপতি সাদিয়া ইয়াসমিন, মো. আলামিন, আফসানা, আরিফা এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরছেন এবং কর্তৃপক্ষের দ্রুত সাড়া প্রত্যাশা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত