সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
AFWC প্রশিক্ষণার্থীদের বেনাপোল সীমান্ত এলাকা ও স্থলবন্দর পরিদর্শন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪৩ PM
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (AFWC) ২০২৫-এর আওতায় ৭৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সোমবার বিকেলে বেনাপোল সীমান্ত এলাকা,স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (ICP) পরিদর্শন করলেন। ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ১২ জন ফ্যাকাল্টি অফিসার, ৫৬ জন কোর্স সদস্য, ৪ জন স্টাফ অফিসার ও ৫ জন প্রশাসনিক কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

প্রশিক্ষণার্থীরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনে সীমান্ত নিরাপত্তা কার্যক্রম, পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কাজের বাস্তবচিত্র প্রত্যক্ষ করেন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর ও আইসিপিতে যান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান চৌধুরী, অপারেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এবং সহকারী পরিচালক মাসুদ রানা।

এই পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বাস্তব ধারণা অর্জন করেন, যা ভবিষ্যতে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত