সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বরিশালে পুনর্বহাল চেয়ে আওয়ামী পন্থী ১৭ কাউন্সিলের মামলা
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪৮ PM
কাউন্সিলর পদ ফেরত চেয়ে মামলা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আওয়ামীপন্থী ১৭ সাবেক কাউন্সিলর। সম্প্রতি তারা বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক আগামী ৭ মে মামলার শুনানীর দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

এ মামলায় আসামি করা হয়েছে, জনবিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সিটি কর্পোরেশন শাখার উপ-সচিব, বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এবং বরিশাল জেলা প্রশাসককে।

মামলার বাদী ১৭ কাউন্সিলর হলেন, বিসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ডের খান মো জামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের কেফােেয়ত হোসেন রনি, ১৫  নম্বর ওয়ার্ডের সামজিদুল কবির, ২১ নম্বর ওয়ার্ডের শেখ সাইদ আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডের শাকিল হোসেন পলাশ, ১৩ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান পারভেজ, ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির লিংকু, ২৫ নম্বর ওয়ার্ডের সুলতান মাহামুদ, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির, ১২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন রয়েল, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা বেগম, ১ নম্বর ওয়ার্ডের ডালিয়া পারভিন, ৭ নম্বর ওয়ার্ডের সালমা আক্তার শিলা ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আয়েশা তৌহিদ লুনা।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে। এ মামলার বাদীদের দায়িত্ব পালনের মেয়াদ ছিলো ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আসামিরা বাদীদের দায়িত্ব পালন থেকে বিরত রাখেন। ২০২৪ সালের ২৬ আগস্ট বাদীপক্ষকে অপাসারণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনটি আইনগত অগ্রহণযোগ্য। আইন অনুসারে বাদীরা ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবেন বলে দাবি করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত