মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ওসির অডিও ফাঁস- ‘অল্প টাকায় কী হয়, লাখ পাঁচেক দিতে বলো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:১০ PM
শ্রীপুরে ঝুট ব্যবসায়ীকে সহযোগিতার জন্য ঘুষ লেনদেন নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কণ্ঠের সদৃশ কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোন কল রেকর্ড হিসেবে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৫৬ সেকেন্ডের অডিওতে কয়েক দফা অনৈতিক সুবিধা দাবি করার কথা শোনা গেছে। 

গতকাল রোববার রাতে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী মো. সেলিম মিয়ার সঙ্গে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডলের কণ্ঠের সদৃশ একজনকে কথা বলতে শোনা যায়।

ওসি জয়নাল আবেদীন মণ্ডল দাবি করেন, তার কথা সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘আমি আমিনুলকে বলে দিচ্ছি, তুই আমাকে ১ লাখ ৩০ দে।’

অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠে একজন বলেন, ‘স্যার আমার হাত দিয়ে?’ ওসি বলেন, ‘তুমি এসব বুঝবা না।’

অপর প্রান্তের ব্যক্তি বলেন, ‘হায় হায় স্যার! এই কথা আপনি বলছেন!’

ওসি বলেন, ‘তুমি এসব বুঝবা না, সে সব ভেঙে খাবে।’

অপরপক্ষ বলেন, ‘তাহলে এখন কী করব স্যার। তাহলে কী তাদের দায়ী করাব? ওসি বলেন, ‘ওদের দিয়ে করাও, তুমি পেছনে থাকো।’

ব্যবসায়ী জানতে চান, ‘এরপর যদি ওরা গাড়ির সামনে দাঁড়ায়, তাহলে কী করব। আপনি কি ব্যাকআপ দেবেন?’ ওসি বলেন, ‘সামনে থাকবে না। মুন্না, তোর সঙ্গে কি মুন্নার সম্পর্ক আছে?’ পুরুষ কণ্ঠে উত্তর আসে: ‘সে তো জেলা স্বেচ্ছাসেবক দলের।’ ওসি বলেন, ‘আচ্ছা এই বিষয়টি আমি দেখছি।’ এরপর ব্যবসায়ী জানতে চান, ‘শেষ পর্যন্ত কি আমিনুলরা ট্যাকেল দিতে পারবে, ওদের নামে ব্যবসা দিলে?’ ওসি বলেন, ‘আমি আগে দেখি, কয়েক দিন দেখি।’ ব্যবসায়ী তখন বলেন, ‘শনিবার তো বিস্কুট বের হবে এক গাড়ি।’ ওসি বলেন, ‘বিস্কুট বের হবে সেটা তো আরেক ঝামেলা। মুন্না তো এখন বিস্কুট চাচ্ছে না। স্পিনিং চাচ্ছে।’

ব্যবসায়ী বলেন, ‘যদি বিএনপিরা করে তাহলে তো চাইতে পারবে না। আমিনুল তো থানা ছাত্রদলের সেক্রেটারি (সাধারণ সম্পাদক)। আমিনুল আর তার বাপের নামে দেব স্ট্যাম্প কইরা। গোপনে মালিকানা থাকবে আমার নানার। এমডি স্যারকে বইলা দেব, আপাতত ভাইস্তা আর ছোট ভাইকে দিয়ে ব্যবসা করাইতাছি। আর তলে তলে আমি সব হেন্ডেল কইরা দেব।’

ওসি বলেন, ‘হাঁ এটাই ভালো। এটা আমিও বলে দেব। মুন্নার কাছে গেলে সব আউট হয়ে যাবে।’ ব্যবসায়ী বলেন, ‘তাহলে আপনি কাজ কইরেন। মুন্নার কাছে গেলে টাকার অ্যামাউন্ট চাইব অনেক। যে টাকা এখানে তো এত বেশি টাকা দেওয়া সম্ভব না।’ ওসি বলেন, আমি আমিনুলকে বলে দিবোনে।’

ব্যবসায়ী বলেন, ‘আমিনুলকে আগেই বলতে হবে না। আগে আমরা বাড়িতে বসি।’ ওসি বলেন, ‘বসো।’ ব্যবসায়ী বলেন, ‘আমিনুলকে ফোন দিয়ে এনে নানাকে নিয়ে বসি। গোপনে বসি যদি আমাদের লেভেলে হয়, তাহলে ওগরে দিয়ে দেব, আর যদি না হয় তাহলে ব্যবসা মোর্শেদকে দিয়ে দেব।’ ওসি বলেন, ‘মোর্শেদ চেয়ারম্যানকে?’ ব্যবসায়ী বলেন, ‘আমাদের কথার বাইরে গেলে মোর্শেদ চেয়ারম্যানকে দিয়ে দেব। খামো না কাউকে খাইতেও দেব না।’

ওসি বলেন, ‘দেখা যাক। আমি কথা বলছি।’ ব্যবসায়ী বলেন, ‘এখন কিছু বলতে হবে না স্যার।’ ওসির উত্তর, ‘তোমার নানা আমাকে দেখে না কেন? ৫ হাজার ১০ হাজার এটা কোন টাকা? এই টাকা দিয়ে কী হয়। আমি এত চাপ নিচ্ছি। তোমার নানাকে বলো, আমাকে লাখ পাঁচেক টাকা দিতে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত