তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন।
আজ সোমবার রাতে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পাপ্পুর প্রতিবেশী (ঘটনার প্রত্যক্ষদর্শী) মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তখন পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু "ছিনতাইকারী" বলে চিৎকার করতে থাকেন। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে ৩-৪ জন ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন পাপ্পু।
তিনি আরও বলেন, রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ছিনতাইকারীরা। এ ঘটনা দেখে তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা পায়ে ও মুখে ছুরিকাঘাত করে পাপ্পুকে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহত পাপ্পুর বাবা একরাম হোসেন জানান, বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তার। সন্ধ্যায় ডিউটির উদ্দেশ্যে বাসার বাইরে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পাই খবর আসে ছিনতাইকারীরা পাপ্পুকে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।