মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:০৩ PM
চট্টগ্রামের রাউজান উপজেলায় মোঃ ইব্রাহিম (২৮) নামের একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের পিতার নাম মোহাম্মদ আলম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি সিএনজিচালিত অটোরিক্সায় করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অভ্যান্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।

এদিকে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যাওয়ার সময় কদলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মন্নানকে না পেয়ে তার ভাই সিএনজি চালক মো. নাঈমকে পায়ে এবং হাঁটুতে গুলি করা হয়। তাকে প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে রাউজানের বাগোয়ান গরীর উল্লাহ পাড়ায় খুন হন আরেক যুবদলকর্মী আবদুুল্লাহ মানিক। এছাড়া ৫ আগস্টের পর প্রতিনিয়ত রাউজানে হতাহতের ঘটনা ঘটেই চলেছে৷ বিশেষ করে স্থানীয় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে৷ এছাড়া সন্ত্রাসীরা প্রকাশ্য অস্ত্রহাতে একে অন্যের ওপর হামলা চালানোর ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনসাধারণ৷ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত