মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টঙ্গীতে বৈষম্যবিরোধী মামলায় কলেজের অধ্যক্ষ গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:৪১ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরায় দায়েরকৃত মামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে (৬০) আটক করেছে র‍্যাব ১ এর সদস্যরা। মঙ্গলবার দুপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আলাউদ্দিন মিয়া টঙ্গীর দক্ষিণ আউচ পাড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাদবরের ছেলে। তিনি টঙ্গীর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। 

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়, জুলাই আগষ্টের হামলার ঘটনায় গতবছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা চেষ্টা মামলা ও ৬ এপ্রিল উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দুই মামলায় যথাক্রমে ০৮ ও ২১ নাম্বার এজাহার ভুক্ত আসামী এই শিক্ষক। 

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত