মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরে দুই মেয়েসহ বাবাকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৩০ PM
রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ঠাওদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রাতে আহত আমেনা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। 

আহতরা হলেন- আবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা আব্দুল মজিদ, তার মেয়ে আমেনা আক্তার ও কলেজছাত্রী তানজিনা আক্তার।

মামলায় অভিযুক্তরা হলেন- তছলিম উদ্দিন ও তার ছেলে সুমন, মাসুম, মারুফ এবং ঝুমুর, কাঞ্চন, আরজু, শিউলি আক্তার ও মিম। তারা একই বাড়ির বাসিন্দা।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা আব্দুল মজিদের সঙ্গে জমি নিয়ে তার বড় ভাই তছলিম উদ্দিনের পরিবারের বিরোধ দেখা দেয়। এর জের ধরে বিভিন্ন সময় মজিদের পরিবারের ওপর হামলা-নির্যাতন করা হয়। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। সবশেষ বৃহস্পতিবার তছলিমসহ অভিযুক্তরা দলবদ্ধ হয়ে মজিদ ও তার মেয়েদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে মজিদের বাঁ হাত, বাঁ পা এবং মুখে রক্তাক্ত জখম হন। বাধা দিতে গিয়ে তার মেয়ে আমেনা ও তানজিনাও জখম হন। নারীদের শ্লীলতাহানি করারও অভিযোগ আনা হয়। 

আহতদের প্রথমে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বর্তমানে তারা লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মামলার বাদী আমেনা আক্তার বলেন, আমাদের ওপর একের পর এক অত্যাচার-নির্যাতন হচ্ছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আসামিরা হুমকি দিয়ে যাচ্ছে, মামলা করলে আমাদের হত্যা করবে, এর ভিডিও রেকর্ড আছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত