খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থদের মধ্যে দুই জন কুয়েটের মেকাট্রনিক্স ২৩ এবং সিএসই ২১ ব্যাচের শিক্ষার্থী। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে তাদের অবিভাবক বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।
বেলা সাড়ে ১২টায় ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে কুয়েট মেডিকেল সেন্টারের কর্মকর্তারা তাদের চিকিৎসা দেন।
অনশনরত এক শিক্ষার্থী বলেন, কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে। অথবা তাকে নিজ থেকে পদত্যাগ করতে হবে। খুলনায় যে গরম এখানে প্রায় ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভব হচ্ছে। এমন অবস্থায় আমরা কতক্ষণ বেঁচে থাকব জানিনা।
ওই শিক্ষার্থী আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন কাল কুয়েটে তদন্ত কমিটি আসছে। আমরা এই তদন্ত কমিটির নিন্দা জানিয়েছি। ভিসিকে অপসারন না করে তদন্ত কমিটি কেন আসবে।
এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন।
এসময় তারা জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টাও করেন। তবে শিক্ষার্থীরা সাড়া দেননি।