বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:৪৯ PM আপডেট: ২৩.০৪.২০২৫ ৩:৩৪ PM
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় রিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। গত তিন দিনে তিন হাজারের বেশি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত