বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ফিরে এসেছে রাসেলস ভাইপার!
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:০৭ PM আপডেট: ২৩.০৪.২০২৫ ৪:২৫ PM
রাসেল ভাইপার; ছবি: সংগৃহীত।

রাসেল ভাইপার; ছবি: সংগৃহীত।

দেশে আবারো ফিরে এসেছে বিষধর সাপ রাসেলস ভাইপার। তার ছোপ ছোপ দাগ কাটা গায়ের রং দেখে যে কারো শরীর হিম হয়ে আসবে। গত বছর এর আতঙ্কে গোটা দেশ কেঁপে উঠেছিল, আর এবারও সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজবাড়ী জেলার চরাঞ্চলে চরাঞ্চলের মানুষের মধ্যে। আতঙ্কে রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর চর এলাকায় গরমের কারণে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক কৃষক। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই কৃষক আক্রান্ত হওয়ার পর থেকে কেউই মাঠে কাজ করতে পারছেন না। তবে কিছু কৃষক জীবনের ঝুঁকি নিয়ে ফসলি জমিতে কাজ করতে যাচ্ছেন।

বরেন্দ্র এলাকার বিষধর সাপ রাসেলস ভাইপারের বিচরণ এখন রাজবাড়ির চরাঞ্চলে। এটি বিশ্বের পাঁচটি বিষধর সাপের মধ্যে একটি। সাপটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। গত চার বছর ধরে রাজবাড়ির চরাঞ্চলে সাপটির দেখা মিলছে। চলতি বছরে এরই মধ্যে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মজলিসপুর ও মহিদাপুর এলাকায় চারজন কৃষককে কামড়িয়েছে এই সাপটি।

একবারে ৩০ থেকে ৮০টি বাচ্চা দিতে পারে রাসেলস ভাইপার।

একবারে ৩০ থেকে ৮০টি বাচ্চা দিতে পারে রাসেলস ভাইপার।

ইউনিয়নের চর কর্নেশোনা, আঙ্কের শেখের পাড়া, মহিদাপুর চর সহ বেশ কিছু এলাকায় সাপটির উপস্থিতি লক্ষ্য করা গেছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান, বিষধর সাপে কামড়ালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি বলেন, “এন্টিভেনম দেয়ার কারণে অনেক সময় রোগীর শ্বাসকষ্ট হতে পারে অথবা এলার্জিক রিয়াকশন হতে পারে। তাই তৎক্ষণাত আইসিইউ প্রয়োজন হতে পারে। যদি এন্টিভেনম প্রয়োজন হয়, তবে সেই অঞ্চলে যেখানে এই সুবিধা রয়েছে সেখানে থাকা বেটার।”

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে সাপ থেকে বাঁচতে কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ এবং স্থানীয় কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। কৃষকদের গাম্ব বুট ও হ্যান্ড গ্লোভস সরবরাহ করা হবে এবং একাধিক উঠান বৈঠকও আয়োজন করা হবে। তিনি আরো বলেন, “আমরা কৃষকদের গাম্বুটের সাথে হ্যান্ড গ্লোভস দেব এবং উঠান বৈঠক করে সচেতনতার প্রচার চালাব।”

সাপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাসেলস ভাইপার একবারে ৩০ থেকে ৮০টি বাচ্চা দিতে পারে, যা দ্রুত বংশবিস্তার করে। গত বছর একই সময়ে রাজবাড়ির গোয়ালন্দে রাসেলস ভাইপারের কামড়ে চার কৃষক প্রাণ হারিয়েছিলেন, এবং অন্তত ১৫ জন আহত হয়েছিল।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত