কাশ্মীরে পহেলগ্রাম সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তিনজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্সের (টিআরএফ) সদস্য বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
আজ বুধবার (২৩ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এই তিনজনের নাম আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা বলে জানানো হয়েছে। যার মধ্যে দুইজনকে বিদেশি বলে দাবি করা হয়।
নির্মম ঘটনার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা-র ছদ্ম সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার পরপরই দিল্লি-মুম্বাইয়ের মতো শহরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় নিহতদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে। অপরদিকে, জম্মু ও কাশ্মিরে আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরার সুবিধার্থে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এয়ারলাইনগুলোকে ভাড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মিরে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি সেখানে বৈঠকও করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরেছেন। তিনিও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।