বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ইউরোপে বাংলাদেশের দূতাবাসের সামনে আওয়ামী লীগের মানববন্ধন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:২৮ PM আপডেট: ২৩.০৪.২০২৫ ৫:৪৪ PM
বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন

বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দেশের প্রবাসী আওয়ামী লীগ। ২২ এপ্রিল দুপুরে ইউরোপের অন্তত ৮টি দেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোতে প্রবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন


২২ এপ্রিল মধ্য ইউরোপীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী শহর লন্ডন, বার্লিন, প্যারিস, রোম, এথেন্স, ভিয়েনা, ব্রাসেলস ও নিকোশিয়াতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন


বিভিন্ন দেশের সমাবেশ থেকে বাংলাদেশের দূতাবাসগুলোতে দেওয়া স্মারকপত্রে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর ওপরে মিথ্যা মামলা প্রত্যাহার ও আইসিটি ট্রাইব্যুনালে সব অবৈধ বিচার প্রক্রিয়া বাতিল এবং অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবি করা হয়।

বিভিন্ন দেশের রাজধানী শহরে বিপুল সংখ্যক প্রবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধনে আংশগ্রহণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত