বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যায় গ্রেফতার ৫
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:১২ PM
সোনাগাজীতে আবুল হাসেম (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০) ও শিপন (৩০)।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। চার বছর আগের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় বোরকা পরা একদল দুর্বৃত্ত আবুল হাসেমের মোটরসাইকেলের গতিরোধ করেন। সেখানে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত ও পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে তাকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যান হামলাকারীরা। 

এ ঘটনায় সোনাগাজীর চরদরবেশ ও নোয়াখালীর চরজব্বার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আক্তার ও রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তিনটি বোরকা, রক্তমাখা দুটি লোহার রড, একটি দা ও একটি ওড়না উদ্ধার করা হয়েছে।

নিহতের বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। 

সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত