বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:২৬ PM
প্রয়োজনীয় সুচিকিৎসার নিশ্চিতের দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতরা মানববন্ধন করছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জুলাই অভ্যুত্থানে আহতরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন  প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে মানববন্ধন করছেন।

আহত মো. তানভীর হোসেন বলেন, সুচিকিৎসার নিশ্চিত করতে হবে। আমাদের নামে চিকিৎসা দেয়, কাজের কোনো চিকিৎসা নেই। ডাক্তার আসে কিন্তু ওষুধ আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের নিজের টাকা দিয়েই ওষুধ কিনে চিকিৎসা করানো হচ্ছে।

তিনি বলেন, আমাদের হাত ধরে যেই সংগঠন গঠন হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এখন আর আমাদের খোঁজ খবর নিচ্ছে না। ঈদেও খোঁজ খবর নেয়নি। আমরা চিকিৎসা পাচ্ছি কিনা সেটাও তারা দেখে না। আমাদের দরকার সুচিকিৎসা, আমাদের চিকিৎসা করাতে হবে। আমার রগের সমস্যা, ডাক্তার অপারেশন কথা বললেও এখন আর অপারেশন করা হচ্ছে না।

আহতরা আরও বলেন, আমাদের সুচিকিৎসার প্রয়োজন। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু বারবার তালিকা তৈরি করেও বলা হয়- টাকার অভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা যারা রক্ত দিয়ে আন্দোলন করেছি, সেই আমাদের দিকেই এখন কেউ তাকাচ্ছে না। যারা সরকার চালাচ্ছেন, উৎসব-আনন্দে মশগুল, তারা আমাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন আহতরা। তাদের স্লোগান ছিল-আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এবং দফা এক দাবি এক, সুচিকিৎসা সুচিকিৎসা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত