বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
নাগরিকদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:২৭ PM
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। ভারত অভিযোগ করছে, পরোক্ষভাবে এ হামলায় পাকিস্তান জড়িত। জম্মু-কাশ্মিরের স্থানীয় পুলিশ তিন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যারমধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি করেছে তারা।

এসবের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ভারত নতুন করে ঘোষণা দিয়েছে, তারা পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা দেবে না। এরসঙ্গে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়তে বলেছে তারা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হলো। যেসব ভারতীয় এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদেরও দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হলো।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত