ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। ভারত অভিযোগ করছে, পরোক্ষভাবে এ হামলায় পাকিস্তান জড়িত। জম্মু-কাশ্মিরের স্থানীয় পুলিশ তিন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যারমধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি করেছে তারা।
এসবের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ভারত নতুন করে ঘোষণা দিয়েছে, তারা পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা দেবে না। এরসঙ্গে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়তে বলেছে তারা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হলো। যেসব ভারতীয় এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদেরও দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হলো।”