'গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউছুফ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা খাদ্য পরিদর্শক কৃষ্ণ গোপাল দেবনাথ প্রমুখ।
শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে এবার বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি দরে ৭৫২ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৪ হাজার ২০ মেট্রিক টন সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।