শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ন্যায্য দাবি পূরণের আগে তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:০১ PM
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের ওপর ভর করে। জুলাই আগস্টে এই দেশ স্বাধীন হয়েছে এই তরুণদের মাধ্যমেই। তরুণ যুব সমাজের অনেকেই শহীদ হয়েছে। তোমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তোমরা তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না। তোমরা হবে আমাদের আগামী দিনের নেতা আর আমরা হবো সহযাত্রী। এই বিজয়ের মাধ্যমে কোনও দল বা ব্যক্তিকে ক্ষমতায় আনার উদ্দেশ্য হবে না।’

আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার সময় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর জামাতের আমির কামরুল হাসানের সভাপতিত্বে জেলা জামাতের আমির আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামাতের আমির বলেন, ‘অতীতের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো যদি এখনও ঘটে তাহলে এত জীবন এবং এত রক্ত দেওয়ার কী প্রয়োজন ছিল। আমরা শহীদ পরিবারের কাছে কী জবাব দেব। দোলনের যারা শহীদ হয়েছে তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। শহীদ ভাইদের প্রতি সম্মান রেখে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে হবে। প্রয়োজনে আরেকবার আমরা জীবন দিতে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমাদের দেশে এনে বিচার করতে হবে।’

নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত