শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:০৬ PM
টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেলে আসা `ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ারের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি মো. সোহেব খান জানান।

নিহত ৫০ বছর বয়সী সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।

ওসি সোহেব খান জানান, মির্জাপুরের একটি হ্যাচারি থেকে মাছের রেনু কিনতে বের হয়েছিলেন সাইফুল আলম। রাত সাড়ে ৩টার দিকে এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় হ্যাচারিতে যাচ্ছিলেন।

পথে মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে আসা তিন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। তারা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে সাইফুলদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সাইফুল আলম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেলদুয়ার থানার ওসি মো. সোহেব খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত