শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
হানাদার প্রতিরোধ দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও মোনাজাত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৫ PM
গৌরনদী হানাদার প্রতিরোধ দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণসভা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার সাউদেরখালপাড় ঐতিহাসিক বট গাছের নিচে স্মরণ সভা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক স্যানামতের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস কুদ্দুসখান, ইউনুস সরদার, আব্দুস সালাম খান, মনসুর আলী, মাহাবুব আলমখলিফা, মুক্তিযোদ্ধা সন্তান হামজালাল, আনোয়ার আনোয়ার হোসেনপ্রমূখ। শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ারআলম বিপ্লব।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দক্ষিণাঞ্চলের সড়ক পথে প্রথম মুক্তিযোদ্ধা ওপাকিস্তানি সৈন্যদের সাথে সম্মুখযুদ্ধে চারজন মুক্তিযোদ্ধা শহীদ ওসাতজন পাকসেনা নিহত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত