খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন ইসলামবিরোধী। তাই অবিলম্বে তা বাতিল করতে হবে। তিনি ইসলামী ব্যক্তিত্বদের দিয়ে নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাদের বলেন, নারী সংস্কার কমিশন যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যা আমাদের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা তাদের পুনর্বাসন চাই। তাছাড়াও মিরাস আইন নিয়ে তাদের দাবিও আপত্তিজনক। তিনি এ কমিশন বাতিলে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
একইসঙ্গে ভারতে ওয়াক্ফ আইন পুরোপুরি বাতিল ও গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানান তিনি।
ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদে একই সময়ে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও মৌলিক বাংলা দল নামের দুটি সংগঠন।
খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন— কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী প্রমুখ।