শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৪৪ PM
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম। এবারের ভর্তি পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

এসময় উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রয়েছে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিজিএফআই,এনএসআই, র‍্যাব,পুলিশ,আনসার বাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী। পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রশ্নপত্রের মান স্ট্যান্ডার্ড হয়েছে এবং প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের কোন অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি।  

উল্লেখ্য যে, আগামী ০২ মে ২০২৫ তারিখ শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ০৯ মে ২০২৫ তারিখ শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ০৩:৩০ হতে ০৪:৩০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট - এ প্রকাশ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত