শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে: রুহুল আমিন দুলাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:২১ PM আপডেট: ২৫.০৪.২০২৫ ৭:২৪ PM
মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।

শুক্রবার দুপু‌রে স্থানীয় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারপার্সন তারেক রহমান কর্তৃক জাতির  উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে তি‌নি এসব কথা ব‌লেন। 

সভায় মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার  ও ১১টি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম ফরাজী, পৌর বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ বিএনপির অন‌্যান‌্য নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সভা শে‌ষে প্রায় তিন সহস্রা‌ধিক সনাতন ধর্মাল‌ম্বী‌দের প্রী‌তি‌ভো‌জের আ‌য়োজন ক‌রেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত